২১ নভেম্বর, ২০২৩ ০৫:৫৬ পিএম

ভুল ধারণা আর অপপ্রচারে বাড়ছে ই-সিগারেটের ব্যবহার

ভুল ধারণা আর অপপ্রচারে বাড়ছে ই-সিগারেটের ব্যবহার
ছবি সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: তামাক গ্রহণের বিচারে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এর মধ্যে ই-সিগারেটের প্রাদুর্ভাব আগামী প্রজন্মের স্বাস্থ্যের জন্য বড় হুমকি। তাই  নতুন প্রজন্মকে এ ভয়াবহতা থেকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে দেশে ই-সিগারেট নিষিদ্ধ করা একান্ত জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা।

সোমবার (২০ নভেম্বর) বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ই-সিগারেটের ভয়াবহতা ও আগামী প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি শীর্ষক ওয়েবিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

তারা জানান, বাংলাদেশে প্রধানত শহরের কিশোর-তরুণরা ই-সিগারেট গ্রহণ করছেন। ভ্রান্ত ধারণা আর উদ্দেশ্যমূলক অপপ্রচারের ফলে দ্রুতই ই-সিগারেটের ব্যবহারের হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনলাইন আলোচনায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি ও রিসার্চ বিভাগের প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ সময় ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে ই-সিগারেট এখনও আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হচ্ছে না। তবে ক্রমেই এটি যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে উঠছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে শুল্ক আরোপের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ই-সিগারেট আমদানির যে সুযোগ তৈরি হয়েছে তা বড় উদ্বেগের বিষয়।

তামাক কোম্পানিগুলো সচরাচর জনস্বার্থ বিবেচনায় না নিয়ে বাণিজ্যিক লাভকেই মূল বিবেচনায় রাখে বলে অভিমত ব্যক্ত করেন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির।

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, নতুন ও আকর্ষণীয় পণ্য হিসেবে ই-সিগারেটের প্রতিও তরুণদের আকৃষ্ট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে ই-সিগারেট পুরোপুরি নিষিদ্ধের যে উদ্যোগ নিয়েছে তা দ্রুত বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ২৩টি দেশে এরইমধ্যেই ই- সিগারেট নিষিদ্ধ ঘোষিত হয়েছে।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক