১৬ নভেম্বর, ২০২৩ ১০:৫৭ এএম

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন পরিচালক ডা. শফিউর রহমান

সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন পরিচালক ডা. শফিউর রহমান
ডা. মো. শফিউর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চ. দা.) হয়েছেন ডা. মো. শফিউর রহমান। বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব কমল কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ডা. মো. শফিউর রহমান ময়মনসিংহের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. শফিউর রহমানকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন’—বলা হয় প্রজ্ঞাপনে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ডা. মো. শফিউর রহমান আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে মেডিভয়েসকে বলেন, ‘সকল দায়িত্বই সম্মানের। তবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মতো এত বড় জাতীয় প্রতিষ্ঠানে পদায়িত হওয়া নিঃসন্দেহে বাড়তি সম্মান ও আনন্দের। মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে গ্রাজুয়েট শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের সঙ্গে দেখা হবে। এখানে অনেক বড় বড় অধ্যাপকগণের সঙ্গে কাজের সুযোগ হবে। ফলে বেশ ভালো লাগছে।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত