বিএসএমএমইউতে ৪৮ পদে নিয়োগ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় থেকে ৬ষ্ঠ গ্রেডে ৪৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট সরাসরি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন।
পদের নাম: রেজিস্ট্রার
সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণী বা সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা/বিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বাণিজ্যে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস ডিগ্রি।
২. বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমডি/এমএস/এফসিপিএস/এমফিল/পিএইচডি ডিগ্রি অথবা এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিএ/পিএইচডি ডিগ্রি অথবা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার শিক্ষক।
অভিজ্ঞতা:
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজে প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে অতিরিক্ত রেজিস্ট্রার পদে ন্যূনপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা অথবা উপ-রেজিস্ট্রার ও অতিরিক্ত রেজিস্ট্রার উভয় পদে একত্রে ন্যূনপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বৎসর চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
বয়স: অনূর্ধ্ব ৫৪ বছর
পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক
সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা:
১. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণী বা সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা/বিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বাণিজ্যে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অথবা
২. বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমডি/এমএস/এফসিপিএস/এমফিল/পিএইচডি ডিগ্রি অথবা এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিএ/পিএইচডি ডিগ্রি অথবা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার শিক্ষক।
অভিজ্ঞতা:
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজে প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা। অথবা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক উভয় পদে একত্রে ন্যূনপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
বয়স: অনূর্ধ্ব ৫৪ বছর
পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা:
সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণী/বিভাগ/সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি/স্বাস্থ্য অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী অথবা স্নাতকোত্তর ডিগ্রী। অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমডি/এমএস/ এফসিপিএস/ এমফিল/ পিএইচডি ডিগ্রী অথবা এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিএ/ পিএইচডি ডিগ্রী অথবা এই বিশ্ববিদ্যালয়ের যে কোন অধ্যাপক পদমর্যাদার শিক্ষক।
অভিজ্ঞতা:
বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্ত্বশাসিত/আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা যার মধ্যে অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে ন্যূনপক্ষে ৬ (ছয়) বছরের অভিজ্ঞতা অথবা উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) উভয় পদে একত্রে ন্যূনপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
বয়স: অনূর্ধ্ব ৫৪ বছর
পদের নাম: পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা:
সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণী বা সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা/বিজ্ঞান/ সামাজিক বিজ্ঞান/বাণিজ্যে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী অথবা স্নাতকোত্তর ডিগ্রী অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস ডিগ্রী এবং হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে এমপিএইচ ডিগ্ৰী।
অভিজ্ঞতা:
বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্ত্বশাসিত/আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে হাসপাতাল প্রশাসন কাজে প্রথম শ্রেণীর কর্মচারী পদে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা যার মধ্যে অতিরিক্ত পরিচালক (হাসপাতাল)/সমমানের পদে ন্যূনপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা। অথবা উপ-পরিচালক (হাসপাতাল) ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) উভয় পদে একত্রে ন্যূনপক্ষে ১২ বৎসরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মচারী পদে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা। অথবা এই বিশ্ববিদ্যালয়ের যে কোন অধ্যাপক পদমর্যাদার শিক্ষক।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
বয়স: অনূর্ধ্ব ৫৪ বছর
পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা:
সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণী বা সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী অথবা স্নাতকোত্তর ডিগ্রী।
অভিজ্ঞতা:
বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্ত্বশাসিত/আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ব্যবস্থপনা কাজে প্রথম শ্রেণীর কর্মচারী পদে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা যার মধ্যে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব/বাজটে/অডিট) পদে ন্যূনপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা। অথবা উপ-পরিচালক (অর্থ ও হিসাব/বাজটে/অডিট) ও অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব/বাজটে/অডিট) উভয় পদে একত্রে ন্যূনপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণীর কর্মচারী পদে ন্যূনপক্ষে ২৪ বছর চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
বয়স: অনূর্ধ্ব ৫৪ বছর
পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা:
হেপাটোবিলিয়ারী এন্ড প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ- ১
গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ- ১
পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ- ১
জেনারেল সার্জারি বিভাগ- ১
চক্ষু বিজ্ঞান বিভাগ- ১
শিশু বিভাগ- ১
কলোরেক্টাল সার্জারি বিভাগ- ১
ফরেনসিক মেডিসিন বিভাগ- ১
যোগ্যতা:
১. এমবিবিএস/বিডিএস/সমমানের ডিগ্রী থাকতে হইবে; যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হইবে।
২. নির্দিষ্ট বিষয়ে এমএস/এমডি/এফসিপিএস/ এমফিল (শুধু মাত্র বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ ক্ষেত্রে প্রযোজ্য)/সমমানের ডিগ্রী থাকতে হবে; যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৩. সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৫ বছর এবং অধিভূক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম ৬ বছেরসহ মোট যথাক্রমে ন্যূনতম ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সকল ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author / Corresponding Author হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে এবং মোট প্রকাশনার ন্যূনতম ৩টি প্রকাশনা Scopus / PubMed Indexed জার্নালে হতে হইবে।
৫. Medical Education সংক্রান্ত Teaching - learning, Instructional Material Development, Assessment, Curriculum Development and Evaluation Educational Management বিষয়াবলিতে কমপক্ষে ৩ মাসের ট্রেনিং/ডিগ্রী অর্জনকরীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য করা হবে। পিএইচডি ডিগ্রি বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৭. বয়স সীমা সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। (আবেদনপত্র জমার শেষ দিন)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
অধ্যাপক ফরেনসিক মেডিসিন বিভাগে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নরূপ
১. এমবিবিএস/বিডিএস/সমমানের ডিগ্রী থাকতে হবে; যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
২. (ক) ফরেনসিক মেডিসিন বিষয়ে এমডি/এফসিপিএস/সমমানের ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
অথবা
(খ) ফরেনসিক মেডিসিন বিষয়ে ডিএফএম/এমসিপিএস/সমমানের ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৩. সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে এমডি/এফসিপিএস/সমমানের ডিগ্রী ধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর এবং ডিএফএম/ এমসিপিএস/ সমমানের ডিগ্রী ধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরসহ মোট যথাক্রমে নূন্যতম ১০ ও ১১ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসাবে অধিভূক্ত প্রতিষ্ঠানে এমডি/এফসিপিএস/সমমানের ডিগ্রী ধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৬ বছর এবং ডিএফএম/ এমসিপিএস/ সমমানের ডিগ্রী ধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরসহ মোট যথাক্রমে ন্যূনতম ১২ ও ১৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সকল ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author / Corresponding Author হিসাবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে এবং মোট প্রকাশনার ন্যূনতম ৩টি প্রকাশনা Scopus / PubMed Indexed জার্নালে হতে হবে। অন্যান্য নিয়মাবলি অন্যান্য অনুষদের শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা:
কলোরেক্টাল সার্জারি বিভাগ- ১
ইন্টারনাল মেডিসিন বিভাগ- ১
শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ- ১
জেনারেল সার্জারি বিভাগ (প্লাষ্টিক সার্জারি)- ১
যোগ্যতা:
১. এমবিবিএস/বিডিএস/সমমানের ডিগ্রী থাকতে হবে; যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হইতে হইবে।
২. বিষয় ভিত্তিক এমডি/এমএস/এফসিপিএস/ এমফিল (শুধু মাত্র বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ ক্ষেত্রে প্রযোজ্য)/সমমানের ডিগ্রী থাকতে হবে; যাহা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৩. সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৩ বছর এবং অধিভূক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম ৪ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সকল ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৬টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author / Corresponding Author হিসাবে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে এবং মোট প্রকাশনার ন্যূনতম ২টি প্রকাশনা Scopus/PubMed Indexed জার্নালে হতে হবে।
৫. Medical Education Teaching-learning, Instructional Material Development, Assessment, Curriculum Development and Evaluation Educational Management বিষয়াবলিতে কমপক্ষে ৩ মাসের ট্রেনিং/ডিগ্রী অর্জনকরীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য করা হবে। পিএইচডি ডিগ্রি বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৭.বয়স সীমা সর্বোচ্চ ৫০ বছর হতে হবে (আবেদনপত্র জমার শেষ দিন)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা:
শিশু কার্ডিওলজি বিভাগ- ১
শিশু সার্জারি বিভাগ- ২
নিউরোলজি বিভাগ- ২
হেপাটোলজি বিভাগ- ২
শিশু মনোরোগবিদ্যা বিভাগ- ১
ল্যাবরেটরি মেডিসিন বিভাগ- ২
অবস্ এন্ড গাইনী বিভাগ (আর.এস)- ১
অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি (Head & Neck Surgery) বিভাগ- ১
রেডিওলজি এন্ড ইমেজিং- ২
ইউরোলজি বিভাগ- ২
শিশু বিভাগ (আর.পি)- ১
শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ- ১
শিশু নেফ্রোলজি বিভাগ- ১
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ- ১
ইন্টারনাল মেডিসিন বিভাগ- ১
শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ- ২
চর্ম ও যৌন রোগ বিভাগ- ২
জেনারেল সার্জারি বিভাগ
-সার্জিক্যাল অনকোলজি- ২
-প্লাস্টিক সার্জারি- ১
ফরেনসিক মেডিসিন বিভাগ- ৩
যোগ্যতা:
১. এমবিবিএস/বিডিএস ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে। বিষয় ভিত্তিক এমডি/এমএস/এফসিপিএস/এমফিল (শুধু মাত্র বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ ক্ষেত্রে প্রযোজ্য)/ সমমানের ডিগ্রী (বিষয়ভিত্তিক); যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
২. বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রীকে যেহেতু ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হয় সেহেতু এসব ডিগ্রী থাকলে এই অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এমফিল ডিগ্রীধারীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে।
৩.সকল ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। যার মধ্যে First Author/ Corresponding Author হিসাবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে।
৪. Medical Education সংক্রান্ত Teaching-learming Instructional Material Development, Assessment, Curriculum Development, and Evaluation I Educational Management বিষয়াবলিতে কমপক্ষে ৩ মাসের ট্রেনিং/ডিগ্রী অর্জনকারীদের অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে। পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। পিইচডি ডিগ্রি বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৫.বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (আবেদনপত্র জমার শেষ দিন)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
সহকারী অধ্যাপক (আর.পি ও আর.এস) এর ক্ষেত্রে
১. সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
২. ক্যাম্পাসে আবাসিক ব্যবস্থা থাকবে।
৩. নন প্র্যাকটিসিং ভাতা হিসেবে মাসিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)
টাকা দেয়া হবে।
সহকারী অধ্যাপক ফরেনসিক মেডিসিন বিভাগে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নরূপ:
১. এমবিবিএস/বিডিএস/সমমানের ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
২.(ক) ফরেনসিক মেডিসিন এমডি/এফসিপিএস/সমমানের ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
অথবা
(খ) ফরেনসিক মেডিসিন ডিএফএম/ এমসিপিএস/ সমমানের ডিগ্রী, যা বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৩.(ক) বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (এমডি/এফসিপিএস ডিগ্রীকে যেহেতু ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হয় সেহেতু এসব ডিগ্রী থাকলে এই অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
(খ) বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (ডিএফএম/ এমসিপিএস ডিগ্রীকে যেহেতু ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হয় সেহেতু এসব ডিগ্রী থাকিলে অতিরিক্ত ১ বৎসর শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন হবে।
৪. সকল ক্ষেত্রে স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। যার মধ্যে First Author / Corresponding Author হিসাবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে।
৫. Medical Education সংক্রান্ত Teaching-learming Instructional Material Development, Assessment, Curriculum Development, and Evaluation I Educational Management বিষয়াবলিতে কমপক্ষে ৩ মাসের ট্রেনিং/ডিগ্রী অর্জনকারীদের অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে। পিএইচডি ডিগ্রিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। পিইচডি ডিগ্রি বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে।
৬. বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (আবেদনপত্র জমার শেষ দিন)। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)
শর্তাবলী:
১. প্রার্থীগণকে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিঃ, ঢাকার শাহবাগ এভিনিউ শাখার উপর ৬,০০/- (ছয়শত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ নিম্নস্বাক্ষরকারীর অফিসে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্তব্য নির্দিষ্ট আবেদনপত্রে ১০ (দশ) কপি আবেদন, পাসপোর্ট আকারের ১০ (দশ) কপি রঙিন ছবি, ১০ (দশ) কপি গবেষণা প্রকাশনাসমূহের ফটোকপি (শিক্ষকবৃন্দের ক্ষেত্রে), ১০ (দশ) কপি বিএমডিসি'র হালনাগাদ রেজিস্ট্রেশনের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও ১০ (দশ) সেট সকল সার্টিফিকেটের ফটোকপি আগামী ১১/০১/২০২৪ইং তারিখ বেলা ০২-৩০টার মধ্যে বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট পৌঁছাতে হবে।
২. চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩. ক্রমিক ১,২,৩,৪ ও ৫ এ বর্ণিত পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের বিবেচনায় উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স, যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যেকোনো একটি শিথিলযোগ্য।
৪.বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের চাকরি শিক্ষকতার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হবে না।
৫. অসম্পুর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
৬. নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮. জাতীয় বেতন স্কেল ২০১৫ইং অনুযায়ী বেতন ও গ্রেড নির্ধারিত হইবে।
৯. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.ac.bd) থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
এসএস/এএনএম
-
১৫ নভেম্বর, ২০২৩
-
০৭ নভেম্বর, ২০২৩
-
২৩ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
০৯ অক্টোবর, ২০২০