০৮ অক্টোবর, ২০২৩ ১২:০৯ পিএম

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে আসন

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে আসন
সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩১ আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে সম্মতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে বাড়ছে আসন সংখ্যা। এ সংক্রান্ত একটি প্রস্তাবনার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রস্তাবনা অনুযায়ী আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জরুরি কাজে দেশের বাহিরে আছেন। এ সিদ্ধান্তের কাগজপত্রে তিনি এখনো স্বাক্ষর করেননি। স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষর করলে প্রজ্ঞাপন জারি হবে।’

কোন মেডিকেলে কত আসন বাড়ছে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনও বলা যাচ্ছে না, মন্ত্রণালয়ের চিঠি হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একজন যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) মেডিভয়েসকে বলেন, ‘সরকারি মেডিকেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এক হাজার ৩১ আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী স্বাক্ষর করলে শিগগিরই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বর্তমানে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করলে এ সংখ্যা হবে প্রায় সাড়ে ৫ হাজার। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব আসনে ভর্তির সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা।

আসন বৃদ্ধির ফলে আগামী বছর থেকে চিকিৎসাবিদ্যায় পড়ার স্বপ্ন পূরণ হবে আরও ১ হাজার শিক্ষার্থীর। তবে শিক্ষক সংকট সমাধান করে আসন বাড়ালে শিক্ষার মান বাড়তো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সরকারি মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত