হৃদরোগের অন্যতম প্রধান কারণ তামাক

মেডিভয়েস রিপোর্ট: হার্ট দেহের একটি অঙ্গ, যা সারাদেহে সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত সরবরাহ করে। চিকিৎসকরা জানান, হার্টের রক্তনালী যদি ব্লক হয় বা চিকন হয়ে যায়, তখন যে রোগ হয়, সেটিকে বলা হয় ইসকেমিক হৃদরোগ বা হার্ট অ্যাটাক। হার্ট তার পাম্পিংয়ের মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালন করে। হার্টের একটি পাম্পিং সক্ষমতা রয়েছে। কোনো কারণে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেলে হার্ট ফেইলিওর হয়। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মৃত্যবরণ করেন হৃদরোগে।
আজ (শুক্রবার) বিশ্ব হার্ট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ইউজ হার্ট, নোউ হার্ট’। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
হৃদরোগের কারণ হিসেবে চিকিৎসকরা বলে থাকেন, সচল থাকতে গোটা শরীরের মতো হৃদযন্ত্রেরও অক্সিজেনের প্রয়োজন হয়। আর করোনারি ধমনি হৃদযন্ত্রে ওই অক্সিজেন সরবরাহ করে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপনে করোনারি ধমনির ভিতরের দেওয়ালে ফ্যাট জমে যায়। এর ফলে সময়ের সঙ্গে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ফুসফুসে রক্তের সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ফলে কার্ডিয়াক ইস্কেমিয়ার পরিস্থতি তৈরি হয়, যাতে হৃদযন্ত্রে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। বেশ কিছু সময় পর্যন্ত বুঝতে না পারলে, বা চিকিৎসায় দেরি হলে হৃদযন্ত্রের কোষগুলির একে একে মৃত্যু ঘটে। তাতেই হৃদরোগে আক্রান্ত হন মানুষ।
পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে হৃদরোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বে ১৯ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত হৃদরোগে মৃত্যুবরণ করে। বাংলাদেশে প্রতিবছর ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যায়, যার ২৪ শতাংশের জন্য দায়ী তামাক। গ্লোবাল বারডেন অফ ডিজিজ স্টাডি (জিবিডি) ২০১৯ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক। বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লাখ) তামাক ব্যবহার করছে যা হৃদরোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
হার্ট অ্যাটাক: দেরিতে চিকিৎসায় বাড়ে মৃত্যুঝুঁকি
এএইচ/
-
৩০ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ সেপ্টেম্বর, ২০২৩
-
৩১ অক্টোবর, ২০২২
-
০২ অক্টোবর, ২০২২
বিশ্ব হার্ট দিবস উদযাপন
ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করার উদ্যোগ
-
২৯ সেপ্টেম্বর, ২০২২
-
৩০ সেপ্টেম্বর, ২০২০
-
২৯ সেপ্টেম্বর, ২০২০