২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:০৬ পিএম

লালবাগে আগুন: অসুস্থ ৬ জন বার্ন ইনস্টিটিউটে

লালবাগে আগুন: অসুস্থ ৬ জন বার্ন ইনস্টিটিউটে
চিকিৎসকরা জানান, অসুস্থদের কেউ দগ্ধ হননি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর লালবাগে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের নারী-শিশুসহ ছয় জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়ে পরিবারটি। প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, তাদের কেউ দগ্ধ হননি। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া যাবতীয় চিকিৎসা চলছে।

অসুস্থদের মধ্যে রয়েছেন ‘ডজ কোম্পানি’ নামের প্লাস্টিক কারখানাটির মালিক জাকির হোসেন (৬৫), তার স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), ছেলের স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), রাফির বড় বোনের মেয়ে জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক