২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩১ এএম

অধ্যাপক জিনাত মেরাজ স্বপ্না আর নেই

অধ্যাপক জিনাত মেরাজ স্বপ্না আর নেই
অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না।

মেডিভয়েস রিপোর্ট: অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি ও বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ঢাকা মেডিকেল কলেজে কে-৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে সর্বশেষ ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে দেশের চিকিৎসক সমাজ।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক