২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৪ পিএম

তৃতীয় প্রফে যৌথভাবে প্রথম দুই শিক্ষার্থী

তৃতীয় প্রফে যৌথভাবে প্রথম দুই শিক্ষার্থী
ধৃতি মন্ডল ও মুহিবুল হক।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফলে যৌথভাবে প্রথম হয়েছেন দুই শিক্ষার্থী। তাঁরা হলেন- রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ধৃতি মন্ডল ও ইব্রাহিম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুল হক।

বুধবার (২০ সেপ্টেম্বর) মেডিকেল কলেজগুলোর ২০১৮-১৯ সেশনের ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেলের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন। এর মধ্যে সলিমুল্লাহ মেডিকেল থেকে ৪১ জন আর ইব্রাহিম মেডিকেল থেকে ১০ জন শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন।

তৃতীয় প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি—এই তিনটি বিষয় রয়েছে। প্রথম স্থান অর্জন করা দুইজনই তিন বিষয়ে মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন।

ধৃতি মন্ডলের বাড়ি খুলনায়। পিতা-মাতার একমাত্র সন্তান তিনি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন তিনি চিকিৎসক হবেন। এর মধ্যে গত বছর হারিয়েছেন বাবাকে। ধৃতি মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় ফিজিওলজি ও এনাটমিতে অনার্স মার্ক পেয়ে সপ্তম স্থান অর্জন করেছিলেন। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায়ও কমিউনিটি মেডিসিনে অনার্স মার্ক পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এই মেধাবী শিক্ষার্থী।

মুহিবুল হকের বাড়ি ময়মনসিংহে। পিতা-মাতার দুই ছেলের মধ্যে সবার ছোট তিনি। মুহিবুলের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি অল্প বয়সেই হারিয়েছেন মাকে। মুহিবুল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় প্রথম স্থান করেছিলেন।

এসএএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : তৃতীয় প্রফের ফল প্রকাশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক