বিএসএমএমইউতে বিশ্ব আলঝেইমারস দিবস পালন

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব আলঝেইমারস দিবস-২০২৩ পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে (২১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়।
আলঝেইমারস একটি নিউরোডিজেনারেটিভ রোগ, যা ধীরে ধীরে শুরু হয় এবং তারপরে মারাত্মক হয়ে ওঠে। এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য ২১ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় আলঝেইমারস ডে।
এই রোগের মূল লক্ষণ হচ্ছে, সবকিছু ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা। পরে সেটা বাড়তে বাড়তে কথা বুঝতে না পারা, ভাষা চিনতে বা বলতে না পারা, মুড সুইং ও হারিয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখসহ নিউরোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।