২১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৮ এএম

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন
ভারত থেকে আমদানিকৃত স্যালাইন ব্যাগ

মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু চিকিৎসায় ভারেত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুই কিস্তিতে প্রায় ৫৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) এসেছে ২৭ হাজার ৭৮০ ব্যাগ। এরআগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন। যার ধারাবাহিকতায় আমদানি করা হয় এসব স্যালাইন। স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিক অবস্থায় সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানি করবে বলে জানা গেছে। শিগগিরই তিন লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক