২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২৫ পিএম

ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন কিনবে সরকার

ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন কিনবে সরকার
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে এসব স্যালাইন কেনা হবে বলে জানা গেছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ২০ লাখ এক হাজার এমএল স্যালাইন কিনবে সরকার। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে এসব স্যালাইন কেনা হবে বলে জানা গেছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারা দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে ১২ লাখ পিস ১০০০ এমএলের স্যালাইন এবং ৮ লাখ গ্লুকোজ স্যালাইন পিস আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতিতে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে কী দামে এসব স্যালাইন কেনা হবে, তা পরে নির্ধারিত হবে বলে জানা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক