১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:০৪ পিএম

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪, আহত ২১

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪, আহত ২১
আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতে ভ্রমণের সময় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।  এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

মেডিভয়েস ডেস্ক: পেরুতে বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতে ভ্রমণের সময় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও