সোহরাওয়ার্দী মেডিকেল ইচিপের সভাপতি ডা. আলিফ, সম্পাদক বারী

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. মাসুমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক পদে ডা. রায়হানুল বারী নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রলীগের সভাপতি মো. রাগীব শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে অনির্বাণ রায়, ডা. আব্দুল মুবিন, ডা. তৌফিকুল শরীফ, ডা. রুহুল আকবর, ডা. শাহরিয়ার ইমন, ডা. মাইশা ফাইরুজ ও ডা. ঈশিতা আফরোজ রুমি, যুগ্ম সাধাণ সম্পাদক পদে আবু মুসা, ডা. তাজরিনা নাজ, ডা. অধরা ইসলাম, ডা. সাকিবা হাসান পূর্বা, ডা. আনিসুর রহমান, ডা. ওয়ারিশ ইয়াজদানী ও ডা. শায়লা আক্তার উইলি দায়িত্ব পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ডা. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইন্তেসার আজমাইন, দপ্তর সম্পাদক পদে ডা. দীপাল চন্দ্র দাশ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক পদে ডা. আব্দুল্লাহ বিন নূর অনিক, প্রচার সম্পাদক পদে তন্ময় কুমার রায়, অর্থ সম্পাদক পদে ডা. সুমাইয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে ডা. সুবা হক, সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. শাহনিয়া বারাসাত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. বনী আমিন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে ডা. মুবাশ্বিরা ইয়াসমিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ডা. সাবিতা রায়, অটিজম বিষয়ক সম্পাদক পদে ডা. মুয়াজ রাফসান, আইন বিষয়ক সম্পাদক পদে ডা. অরুনাভ বিশ্বাস, পাঠাগার সম্পাদক পদে ডা. তিথি হালদার, শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক পদে ডা. ইনশা ইফতেখার, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. তৈয়বা কামাল তন্বী নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে ডা. মাজেদুর রহমান, ডা. তানভীর আহমেদ, ডা. সাখাওয়াত হোসেন, ডা. ফারজানা রাকা, ডা. মাহফুজুর রহমান ও ডা. এসএম আলী আরাফাত দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ স্বাধীনতা বিরোধী অথবা সংগঠন বিরোধী কার্যক্রম এ জড়িত থাকার প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ নভেম্বর, ২০২২
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
০৬ জুলাই, ২০২১