১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫২ পিএম

করোনার তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার বেশি: আইসিএমআর

করোনার তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার বেশি: আইসিএমআর
কেরালায় এখন পর্যন্ত এক হাজার ৮০ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

মেডিভয়েস ডেস্ক: করোনা ভাইরাসের তুলনায় নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ার মধ্যেই এ খবর দিলো আইসিএমআর।

আইসিএমআর প্রধান ডা. রাজীব বাহুল বলেছেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিড-এ আক্রান্তদের তুলনায় অনেক বেশি। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পাই। এখন কেবল ১০ জন রোগীর এই ডোজ রয়েছে। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির আরও ২০ ডোজ সরবরাহ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছি।’

ভারতের বাইরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।

কেরালায় এখন পর্যন্ত এক হাজার ৮০ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ও উচ্চ মৃত্যুর হার ঠেকাতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করবে বলে পরিকল্পনা করছে আইসিএমআর। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও