ডা. মো. তরিকুল হাসান

ডা. মো. তরিকুল হাসান

রেসিডেন্ট, নিউরোলজি বিভাগ,

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।


০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১৪ পিএম

সাধারণ মানুষের আইসিইউ ভীতির কারণ

সাধারণ মানুষের আইসিইউ ভীতির কারণ
সরকারি আইসিউতে খরচ নেই বললেই চলে। তবুও প্রান্তিকের রোগীদের আইসিউতে ট্রান্সফারের কথা বললে, অনেক স্বজন সম্মতি দিতে চান না। ছবি: আব্দুল লতিফ সাদ্দাম

বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ‘নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভীতি’ আছে। এ ভীতির রয়েছে অনেক কারণ। মোটা দাগে দুটি কারণ হতে পারে। প্রথমত, বেসরকারি আইসিইউর উচ্চব্যয়; দ্বিতীয়ত, বগলের তলায় ফুটো এই ধরনের স্যোশাল মিডিয়া গুজব।

সরকারি আইসিউতে খরচ নেই বললেই চলে। তবুও প্রান্তিক অঞ্চলের রোগীদের আইসিউতে ট্রান্সফারের কথা বললে, অনেক স্বজন সম্মতি দিতে চান না।

ছোটবেলায় দেখতাম বড় হুজুররা দাওয়াতে যাওয়ার সময় তালেবুল এলেম ছোট শিক্ষানবিশ হুজুরদের সাথে নিতেন। হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রোগীর বিশেষায়িত পরামর্শের জন্য আমাদের নিউরোলজি বিভাগের প্রফেসর স্যাররা যাওয়ার সময় আমাদেরকে এমনি করে সঙ্গে নিয়ে যান। ফলে বিভিন্ন বিভাগে যাওয়া ও নতুন কিছু শেখার সুযোগ হয়। আমি সপ্তাহে একদিন এই সুযোগ পাই।

গতকাল আইসিইউতে দুইটি রোগী এভাবে দেখতে গেলাম। ভেতরে ঢুকতেই আমাদের শু কভার, ভেতরের স্যান্ডেল ইত্যাদি দেওয়া হলো। ঝকঝকে মেঝেতে এক বিন্দু ময়লা নেই কোথাও। ইনফেকশন রোধে জীবাণুমুক্তকরণ তরল দিয়ে মেঝেতে সোয়াব করা হচ্ছে। বেড অনুপাতে যথেষ্ট সংখ্যক নার্স সেবা দিচ্ছেন।

কর্তব্যরত চিকিৎসক জানালেন, ইতোমধ্যেই একটি রোগী ইম্প্রুভ করায় ওয়ার্ডে ফেরত পাঠানো হয়েছে। আরেকটি রোগীও বেশ ইম্প্রুভ হয়েছে। আমরা পরীক্ষা করে দেখলাম, তার বুকে নিউমোনিয়ার চিহ্ন নেই, জ্ঞান অনেকটাই ফিরে এসেছে। তাকেও ওয়ার্ডে স্থানান্তর করতে বললাম। দেখে মনটাই ভালো হয়ে গেল।

আমার খুব কাছের বন্ধু ডা. মো. কামাল উদ্দিন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে বারডেমে ট্রেনিং করার সময় তার কাছ থেকে প্রতিদিনই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রোগীদের অবিশ্বাস্য গল্প শুনতাম। রংপুর মেডিকেলে আমার আরো দুইজন অগ্রজ এই বিভাগে অবদান রেখে চলছেন। তারা হলেন Rozina Sultana Liza ও Tarik Cox.

আমি আশাবাদী তাদের হাত ধরে একদিন দিনবদল হবে ইনশাআল্লাহ। 

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত