এফসিপিএস মেডিসিন মিডটার্ম পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) মিড-টার্ম পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অফ মেডিসিনের পক্ষ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের (সংযুক্ত সিডিউল অনুযায়ী) রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের ওয়েবসাইটে প্রকাশিত বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) মিড-টার্ম পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অফ মেডিসিনের পক্ষ থেকে এফসিপিএস (মেডিসিন) মিড-টার্ম পরীক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (সংযুক্ত সিডিউল অনুযায়ী) আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘ওই কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর তিন হাজার টাকা United Commercial Bank Limited into STD Account No:0781301000000256 অথবা Dhaka Bank Limited STD Account No:2071500000887 জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’
কলেজের হিসাব বিভাগেও ৫ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে’, উল্লেখ করা হয়েছে নোটিসে।
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
২৩ সেপ্টেম্বর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২৩
