২১ অগাস্ট, ২০২৩ ১২:২৪ পিএম
এক দিনে হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে, যার সময়কাল হবে চার ঘণ্টা।
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা এক দিনে অনুষ্ঠিত হবে। তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে, যার সময়কাল হবে চার ঘণ্টা৷
আজ সোমবার (২১ আগস্ট) বিসিপিএস’র সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পরীক্ষার মোট প্রশ্ন থাকবে ১৫০টি। এর মধ্যে সত্য-মিথ্যা প্রশ্ন (Multiple True False) ৭৫ নম্বরের আর এক কথায় উত্তর প্রশ্ন (Single Best Answer) ৭৫ নম্বরের। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর অর্থাৎ ১৫০টি প্রশ্নের জন্য মোট নম্বর ৩০০। পরীক্ষার পাস নম্বর হবে ২১০।’
নতুন এই নিয়ম জানুয়ারি-২০২৪ থেকে কার্যকর হবে বলেও নোটিসে জানানো হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : এফসিপিএস পার্ট-১
-
২১ অগাস্ট, ২০২৩
-
২৯ জুলাই, ২০২৩
টিএমএসএস মেডিকেলের অনুকরণীয় উদ্যোগ
এফসিপিএসে উত্তীর্ণ চিকিৎসকদের উৎসাহ ভাতা প্রদানের ঘোষণা
-
০৬ জুলাই, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন