২০ অগাস্ট, ২০২৩ ০১:২২ পিএম

ফের চালু হলো করোনা টিকার ওয়েবসাইট ‘সুরক্ষা’

ফের চালু হলো করোনা টিকার ওয়েবসাইট ‘সুরক্ষা’
‘সুরক্ষা’ টানা ১৬ দিন বন্ধ থাকার পর শনিবার (১৯ আগস্ট) চালু হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সম্পর্কিত পোর্টাল ‘সুরক্ষা’ টানা ১৬ দিন বন্ধ থাকার পর শনিবার (১৯ আগস্ট) চালু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার আব্দুল্লাহ আল রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওয়েবসাইটের নিরাপত্তা আরও জোরদার করার জন্য কিছু কাজ করতে হয়েছে। এজন্য বন্ধ রাখা হয়েছিল সুরক্ষা। সুরক্ষা সাইটটি তিন বছর আগে ডেভেলপ করা। এ কারণে এটি আপগ্রেড করা জরুরি হয়ে পড়েছিল। যেহেতু এটা অনেক বড় ডাটাবেজ, তাই তা খোলা রেখে কাজ করা যাচ্ছিল না। এতে ফাইল মিসিংয়ের আশঙ্কা ছিল, তাই শাটডাউনে রাখা হয়েছিল।’

সুরক্ষা থেকে করোনাভাইরাসের টিকার নিবন্ধন, টিকা কার্ড, টিকা সনদ ডাউনলোড করা যায়। টিকা কার্যক্রমের যাবতীয় তথ্য সংগ্রহ ও টিকা সনদ দেয় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা।

তথ্য ও যোগযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সংস্থা আইসিটি অধিদপ্তর সুরক্ষা ওয়েবসাইটটি তৈরি করেছে। তারাই এটি দেখভালের দায়িত্বে।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক