০৮ অগাস্ট, ২০২৩ ০৭:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯
এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৯ জন। এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৮৬১ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৪৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক