২২ জুলাই, ২০২৩ ০৫:৫৭ পিএম

করোনায় আরও ২২ জন আক্রান্ত 

করোনায় আরও ২২ জন আক্রান্ত 
এ সময় ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২২ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

আজ শনিবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকা মহানগর, তিনজন চট্টগ্রাম, সাতজন কক্সবাজার এবং ছয়জন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৩৫ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৭ জনে অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫১৫টি নমুনা সংগ্রহ ও ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক