১৫ জুলাই, ২০২৩ ০৮:১১ পিএম
করোনায় আরও একজনের মৃত্যু

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন।
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ৪৬৪ জনের এবং শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জন।
আজ শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২২টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২২টি। এই দিন শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ১০ হাজার ৩৮০ জন।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন