১০ জুলাই, ২০২৩ ০৫:৩৪ পিএম

নিয়ম ভঙ্গ করে ইন্টার্নশিপ, মিলবে না বিএমডিসির পূর্ণ রেজিস্ট্রেশন

নিয়ম ভঙ্গ করে ইন্টার্নশিপ, মিলবে না বিএমডিসির পূর্ণ রেজিস্ট্রেশন
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষ এবং পরিচালক বরাবর এই নোটিস দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে নিয়ম না মেনে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করলে, পূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করবে না বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সম্প্রতি বিএমডিসির ওয়েব সাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষ এবং পরিচালক বরাবর এই নোটিস দেওয়া হয়।

এতে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস কোর্সে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের বিএমডিসি থেকে সাময়িক রেজিস্ট্রেশন সনদপত্র গ্রহণ করে আবাসিক প্রশিক্ষণ শুরু করতে হবে। এর আগেও নোটিসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, আবাসিক প্রশিক্ষণ শুরুর তারিখ হতে সাময়িক রেজিস্ট্রেশন সনদপত্রের মেয়াদ এক বছর। কোনো ছাত্র-ছাত্রী যদি সুনির্দিষ্ট কারণে সঠিক সময়ের মধ্যে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে সাময়িক রেজিস্ট্রেশন সনদপত্রের মেয়াদ বৃদ্ধি করে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

সাময়িক রেজিস্ট্রেশন সনদপত্রের মেয়াদ বৃদ্ধি না করে কোনো ছাত্র-ছাত্রী যেন আবাসকি প্রশিক্ষণে পুনরায় যোগদান করতে না পারে, সে বিষয়টি হাসপাতাল পরিচালক নিশ্চিত করবেন। অন্যথায় কাউন্সিল হতে পূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করা হবে না বলেও নোটিসে উল্লেখ করা হয়।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত