এফসিপিএস পরীক্ষা: যে ১০ বিষয়ে কেউ পাস করেননি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস জুলাই প্রথম পর্বের পরীক্ষায় পাস করেছেন ১৩৫৪ জন। তবে ১০ বিষয়ে কেউ পাস করেননি।
বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত ফলা দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ হাজার ৫১৮ জনের মধ্যে পাস করেছেন ২০.৮৩ শতাংশ শিক্ষার্থী।
বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত ফলাফল শিটে দেখা গেছে, অ্যানেসথেশিয়া, বায়োক্যামিস্টি, ফ্যামিলি মেডিসিন, হেমাটলজি, ট্রান্সফিউশন মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিনে অংশ নেন যথাক্রমে ১৩০ জন, ৪ জন, একজন, ১৯ জন, ৫ জন, ২ জন, একজন, একজন, ২৬ জন ও ১০ জন। তবে এসব বিষয়ে কেউ পাস করেননি।
পরীক্ষায় ডার্মাটলজি অ্যান্ড ভ্যানেরোলজিতে ১২২ জনের ২১ জন, মেডিসিনে ২ হাজার ৩৪৮ জনের মধ্যে ৪৫৫ জন, মাইক্রোবায়োলজিতে ১৫ জনের মধ্যে ৬ জন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলজিতে ১২৮২ জনের মধ্যে ১২৯ জন, অফথালমোলজিতে ১৫১ জনের মধ্যে ৫ জন, অটোল্যারিংগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারিতে ১৫১ জনের মধ্যে ১৬ জন, পেডিয়াট্রিক্সে ৫৪৭ জনের মধ্যে ৪৫ জন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ৪৯ জনের মধ্যে ৬ জন, সাইকিয়াট্রিতে ৬২ জনের মধ্যে ২০ জন, রেজিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ১৬৪ জনের মধ্যে ২৪ জন, রেডিওথেরাপিতে ২৬ জনের মধ্যে ৪ জন, সার্জারিতে ১ হাজার ১৭৩ জনের মধ্যে ৬১১ জন, ডেন্টাল সার্জারিতে ২২০ জনের মধ্যে ১৪ জন মধ্যে পাস করেছেন।
জানা গেছে, এবারের পাসের হার অন্যান্য বছরের তুলনায় বেশি। গত বছর এফসিপিএস পার্ট-১ পরীক্ষার পাসের হার ছিল ১২ শতাংশ।
তবে নতুন চালু হওয়া কিছু ডিসিপ্লিনে পাস কম হওয়ায় এই পাসের হারে সন্তুষ্ট নন বিসিপিএস কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বিসিপিএসের সম্পাদক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা যে খুব সন্তুষ্ট, তা নয়। কারণ আমরা বেশ কিছু নতুন ডিসিপ্লিন চালু করেছি, সেগুলোতে আরও বেশি পাস করলে খুব খুশি হতাম।’
ফলাফলে যাদের আপত্তি রয়েছে, তাদের করণীয় কি হবে—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জামাল বলেন, ‘বিসিপিএসের সুন্দর একটি পদ্ধতি রয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে প্রার্থীর পুরো ফলাফল জেনে, তা বিশ্লেষণ করে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে।’
প্রত্যেক প্রার্থীর ফলাফল অত্যন্ত যত্ন সহকারে দেখেন জানিয়ে বিসিপিএসের সম্পাদক বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে কারও ফলাফল সংশোধন হলে কাউন্সিল মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এমইউ
-
১৬ নভেম্বর, ২০২৩
-
১৬ অক্টোবর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
১২ অক্টোবর, ২০২৩
-
০৬ অক্টোবর, ২০২৩
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
-
২৩ সেপ্টেম্বর, ২০২৩
-
২১ সেপ্টেম্বর, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩