বেসরকারি নাইটিংগেল মেডিকেলের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

মেডিভয়েস রিপোর্ট: স্থগিত বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ৮ জুন সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য শিক্ষার মান বজায় রাখার স্বার্থে বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া, ঢাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি সভা আগামীকাল ৮ জুন (বৃহস্পতিবার) দুপুর দুইটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
-
২৩ জুন, ২০২৩
-
১৬ নভেম্বর, ২০২২
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
২১ নভেম্বর, ২০২১