ছেলে-মেয়েরা বিনামূল্যে সরকারি মেডিকেলে আরও বেশি শিক্ষা নিতে পারবে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: গত কয়েক বছরে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ১ হাজার ২০০ আসন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘বেসরকারি মেডিকেলে সিট বাড়ানো হয়, কিন্তু সরকারি মেডিকেলে তেমন হয় না। পর্যায়ক্রমে আমরা সিট বৃদ্ধি করেছি। যার ফলে আমাদের ছেলে-মেয়েরা আরও বেশি করে সরকারি মেডিকেল কলেজগুলোতে বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবে। আমি মনে করি দেশের জন্য এটা একটা বড় কাজ।’
তিনি বলেন, ‘এখন দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজ। গত সাড়ে চার বছরে আটটি মেডিকেল কলেজ নির্মানের কাজ হাতে নিয়েছে, এর মধ্যে চারটির কাজ সমাপ্ত হয়েছে। আর বাকি চারটির নির্মান এখনও চলমান রয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি মেডিকেল কলেজের ডায়ালাইসিসের যে ইউনিট ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ যেখানে ১০টি ছিল, সেখানে ২০টি করা হয়েছে, সেখানে ২০টি ছিল, সেখানে ৪০টি করা হয়েছে।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতকে আমরা ডি-সেন্ট্রালাইজ করে দিতে চাচ্ছি। আগে ঢাকা কেন্দ্রিক সেবা বেশি ছিল। সেই লক্ষে পদক্ষেপ নেওয়া হয়েছে। আট বিভাগে আটটি হাসপাতাল নির্মিত হচ্ছে, যেখানে ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসা হবে। আর এই হাসপাতালেগুলোতে চার হাজার বেড হবে। তাতে ঢাকার উপর চাপ কমবে। জনগণের কষ্ট লাঘব হবে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতাও কমবে। কারণ এই চিকিৎসাগুলো নিতেই মানুষ বেশি বিদেশ যায়, এটাও কমে আসবে।’
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) খবর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গণমাধ্যমে আলোচিত বিভিন্ন অনিয়ম-অভিযোগ খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমসহ নানা অভিযোগই আমাদের কানে এসেছে। বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা খতিয়ে দেখবো।’
তিনি বলেন, ‘হাসপাতালটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই হাসপাতালে গুরুতর অনিয়ম আমরা হতে দিতে পারি না। তবে, আপনারা জানেন বিএসএমএমইউ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যে কারণে এই হাসপাতালের নিয়োগ, ক্রয়-বিক্রয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়ে থাকে। আমাদের সংশ্লিষ্টতা খুব বেশি থাকে না।’
জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালটিতে সরকার অর্থায়ন করে থাকে। সে হিসাবে আমরা অবশ্যই অনিয়মের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। আমরা চাই না এখানে আসা রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হোক।’
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
০১ ফেব্রুয়ারী, ২০২৩
-
৩১ জানুয়ারী, ২০২৩
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
-
৩১ অগাস্ট, ২০২২
-
২৫ অগাস্ট, ২০২২
-
১৩ জুলাই, ২০২২