০৬ জুন, ২০২৩ ০৭:৪৯ পিএম

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেপ্তার 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেপ্তার 
আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরের দিকে তাদেরকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহরাজ মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ (২৬), সবুজ (২২), দীপ দে (২৩) ও হৃদয় দাস (২৫)।

এএসআই মেহরাজ মাহমুদ গণমাধ্যমকে জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তারা মোবাইলে ফোনে থানায় অভিযোগ করে। তাৎক্ষণিক হাসপাতালে এসে এই চারজনকে পাওয়া যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।