০৬ জুন, ২০২৩ ১২:৫৯ পিএম

বিএসএমএমইউতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় বসছে ১৮২৩ ভর্তিচ্ছু

বিএসএমএমইউতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় বসছে ১৮২৩ ভর্তিচ্ছু
আগামী ১০ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং নতুন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত এক নোটিসে জানানো হয়েছে, এক হাজার ৮২৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসছেন।

আজ মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খুরশিদা নাসরীন স্বাক্ষরিত নোটিসে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অর্ন্তভুক্ত বিএসসি ইন নার্সিং ২০২২-২৩ সেশনের ভর্তিতে বিএসএমএমইউর ৯ মে ২০২৩ প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক আগ্রহী প্রার্থীদের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত এবং আবেদন করার শেষ তারিখ ৩ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’

এতে আরও বলা হয়, ‘আগামী ১০ জুন, শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা একটায় এবং প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ জুন থেকে ১০ জুন বেলা ১২টা পর্যন্ত।’

►নোটিসটি দেখতে ক্লিক করুন

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত