০৬ জুন, ২০২৩ ০৯:০২ এএম

মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১০ জুলাই 

মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১০ জুলাই 
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেসরকারি মেডিকেলে ভর্তির শেষ তারিখ ৯ জুলাই, এর পর দিন ১০ জুলাই ক্লাস শুরু হবে।

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ মঙ্গলবার (৬ জুন) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১০ জুলাই। এ সময়ক্ষণ ২/১ দিন এগুতে পারে, আবার পেছাতে পারে। তবে বড় ধরনের কোনো অসুবিধা না হলে আগামী ১০ জুলাই মেডিকেলের নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।’

এর আগে সোমবার (৫ জুন) বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি (৯০০+১০০)=১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, 

অনলাইন আবেদন শুরুর তারিখ: ০৬-০৬-২০১৩ খ্রি. (দুপুর ১২.০০টা)
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১০-০৬-২০২৩ খ্রি. (রাত ১২.০০টা) 
আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ১১-০৬-২০২৩ খ্রি. (রাত ১২.০০টা)  
প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ: ১৩-০৬-২০২৩ খ্রি. (দুপুর ১২.০০টা) 
প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ: ১৮-০৬-২০২৩ খ্রি. 
দ্বিতীয় নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ: ২০-০৬-২০২৩ খ্রি.
দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ: ২৫-০৬-২০২৩ খ্রি.
ওয়েব সাইটে তালিকা প্রকাশ: ২৭-০৬-২০২৩ খ্রি.
ভর্তি শুরুর তারিখ: ০৩-০৭-২০২৩ খ্রি.
ভর্তির শেষ তারিখ: ০৯-০৭-২০২৩ খ্রি.
ক্লাস শুরু: ১০-০৭-২০২৩ খ্রি.

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩ প্রযোজ্য হবে।

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। 

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটক এর ওয়েব সাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

নির্বাচিত কোন প্রার্থীর দেয়া তথ্য (যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/কলেজ নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো এবার বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হতো। তবে এবার সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে। 

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত