০৫ জুন, ২০২৩ ০৩:৫১ পিএম
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের বলেন, কমিউনিটি ক্লিনিকের পরবর্তী নিউ মডেলটি তৈরিতে বেশি অবদান রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, কমিউনিটি ক্লিনিক নিয়ে বঙ্গবন্ধুর দর্শনই বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৫ জুন) বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জাতিসংঘে ‘The Sheikh Hasina Initiative’ হিসেবে বিশেষ রেজুলেশন স্বীকৃতির উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত কমিউনিটি ক্লিনিক ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ সারা বিশ্বের জন্য নজিরবিহীন উদাহরণ। কমিউনিটি ক্লিনিকের পরবর্তী নিউ মডেলটি তৈরিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, চিকিৎসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ নেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবতায়নে কাজ করে যাচ্ছেন, যার ফলাফল কমিউনিটি ক্লিনিকের আজকের এই অর্জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন প্রমুখ।

টিআই/এমইউ

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক