০৫ জুন, ২০২৩ ১০:১৪ এএম

প্রতারণা: ঢাবি শিক্ষার্থীসহ ঢামেকে দালাল চক্রের ৩ সদস্য আটক

প্রতারণা: ঢাবি শিক্ষার্থীসহ ঢামেকে দালাল চক্রের ৩ সদস্য আটক
তিনি বলেন, আটককৃতদের একজনকে পুলিশে দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রতারিত করে ভাগিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৪ জুন) বিকেলে তাদের আটক করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক আজ সোমবার (৫ মে) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো সবুজ ভূঁইয়া, মাহফুজার রহমান মুন ও বিপুল নাহিদ।

এর মধ্যে মাহফুজার রহমান মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, দালাল চক্রের মূল হোতা সবুজ ভূঁইয়াকে পুলিশে দেওয়া হয়েছে। আর ঢাবি শিক্ষার্থী পরিচয় দেওয়ায় বাকিদের মুচলেকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সবুজ ভূঁইয়ার সঙ্গে বাকি দুইজন যোগ দিয়েছেন। তবে তারা একে অপরের পরিচিত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক