সাইকেল দুর্ঘটনায় অজ্ঞান বেলজিয়ামের প্রধানমন্ত্রী, চিকিৎসায় শঙ্কামুক্ত

মেডিভয়েস ডেস্ক: সাইকেল থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু। স্থানীয় সময় শনিবার (৩ জুন) বিকেলে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত অতটা গুরুতর নয়।
দেশটির জাতীয় বার্তা সংস্থা বেলজা রিপোর্টের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ডি ক্রু শনিবার দিনের শেষ দিকে বাড়ির কাছে ছেলেকে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন। ওই সময়ই পড়ে গিয়ে আঘাত পান তিনি।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার দেহে বা মাথায় বড় কোনো আঘাত নেই। এ ছাড়া পড়ে যাওয়ার পর যতটুকু আঘাত পেয়েছিলেন সেটিও সেরে গেছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বেলজা জানিয়েছে, প্রধানমন্ত্রী কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ রোববার দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ৪৭ বছর বয়সী প্রধানমন্ত্রী ডি ক্রু বলেন, তিনি বাড়ি ফিরেছেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, আমি হেলমেট পরেছিলাম এবং আমার ছেলে দ্রুত জরুরি সেবা কেন্দ্রে খবর দেয়।’
সযত্ন পরিচর্যায় সাড়িয়ে তোলার জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘তবে মাঝে মাঝে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে।’
দুর্ঘটনায় গুরুতর আহত হলেও আগামী সপ্তাহে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলো পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম বেলজা।