০৪ জুন, ২০২৩ ০৫:০৯ পিএম

ডা. সাজেদুর রেজা ফারুকীর মৃত্যুতে বিএমএ’র শোক

ডা. সাজেদুর রেজা ফারুকীর মৃত্যুতে বিএমএ’র শোক
ডা. সাজেদুর রেজা ফারুকী বিএমএ’র আজীবন সদস্য ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. সাজেদুর রেজা ফারুকীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

আজ রোববার (৪ জুন) বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এ শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক বার্তায় বলেন, ‘ডা. সাজেদুর রেজা ফারুকী রোববার (৪ জুন) সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ছাত্রছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’

তারা আরও বলেন, ‘ডা. সাজেদুর রেজা ফারুকী বিএমএ’র আজীবন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা  জ্ঞাপন করছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সাজেদুর রেজা ফারুকী নিটোরের হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে কর্মরত ছিলেন। তিনি নিজ খরচে দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ এবং কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত দক্ষতায় গত ২০ বছর ধরে স্বাস্থ্যসেবা দিয়েছেন। বিস্তৃত কর্মজীবনে এ রকম বহু জটিল অস্ত্রোপচারে দেখেছেন সাফল্যের মুখ। দলগতভাবে করোনা-ডেঙ্গুর মতো দুর্যোগেও অব্যাহত রাখেন স্বাস্থ্যসেবা।

এর আগে ১৭ মে রাজধানীর একটি হাসপাতালে টানা ১১ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে চট্টগ্রামে লোহাগাড়ায় দা’য়ের কোপে বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবল জনি খানের (২৮) কবজি জোড়া লাগিয়েছেন ডা. সাজেদ রেজা ফারুকী।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএর শোক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক