০৪ জুন, ২০২৩ ০৩:১৩ পিএম

সাভারে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

সাভারে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
এসময় সাভারে ইউএইচএফপিও ডা. সায়েমুল হুদা ডেঙ্গু প্রতিরোধ, করোনা সতর্কতা ও এন্টিবায়োটিকের ‘মিস-ইউজ’ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার সাভারে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) আশুলিয়ার ভাদাইল বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

এসময় ডা. সায়েমুল হুদা ডেঙ্গু প্রতিরোধ, করোনা সতর্কতা ও এন্টিবায়োটিকের ‘মিস-ইউজ’ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে তাঁর আন্তরিকতা ও বিচক্ষণতায় সারাদেশে স্বাস্থ্য সেবা এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সকল ধরনের স্বাস্থ্য সেবা পাচ্ছে সাভারবাসী। পাশাপাশি করোনা মোকাবেলা, ডেঙ্গু প্রতিরোধসহ যেকোনো মহামারি মোকাবেলায় সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।’

তিনি আরও বলেন, ‘সময় এসেছে সঠিকভাবে কাউন্সিলিং করে স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সবাইকে পজিটিভ মন নিয়ে কাজ করবার সুযোগ করে দেওয়া। আমাদের সাভার উপজেলায় ৮ হাজারের অধিক ফার্মেসি রয়েছে। রয়েছে হাজার হাজার পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্ট। এই বিশাল জনবলের ৯০% নামের পূর্বে ডা. লিখতেন। আমরা তাদের সংগঠনের নেতাদের সাথে উপজেলা প্রশাসনের সমন্বয় করে দফায় দফায় সভা-সেমিনার করেছি, অভিজ্ঞ চিকিৎসক দিয়ে প্রশিক্ষণ দিয়েছি। আমরা বুঝাতে সক্ষম হয়েছি কার কাজ কি হবে।’

এসময় ডা. হুদা প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের এন্টিবায়োটিক বিক্রি না করার জন্য সকল ফার্মাসিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের অনুরোধ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আজ হলফ করে বলতে পারি সাভার উপজেলায় প্রায় শতভাগ পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট নামের পূর্বে ডা. লিখেন না। তেমনিভাবে আমরা নির্দেশনা দিয়েছি বিএমডিসির অনুমোদন আছে এমন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ। তারা এবং তাদের নেতারা এ বিষয়টি মানার কথা দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে একদিনে আমরা সবকিছু ঠিক করতে পারবো না। মানুষকে মোটিভেট করে জনকল্যাণে যে সফলতা পাওয়া যায় তা জেল, জরিমানা করেও পাওয়া কঠিন।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক