বেসরকারি মেডিকেলে ভর্তি: বিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় অধিদপ্তর

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে অধিদপ্তর জানিয়েছে, অনুমতি পেলে দ্রুততম সময়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আজ শনিবার (৩ মে) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, ‘এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুততম সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হব। মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা আসেনি।’
কবে নাগাদ সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তারা বলেন, সুনির্দিষ্ট করে বলা মুশকিল।
এর আগে গত ২৯ মে বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।
তিনি বলেন, ‘জুন মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তি আবেদনগ্রহণ করা হবে সাতদিন। আবেদনগ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো এবার বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হতো। তবে এবার সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।
-
০৭ জুলাই, ২০২৩