০৩ জুন, ২০২৩ ০৩:৩৮ পিএম
এমবিবিএসে নতুন কারিকুলাম: প্রথম পেশাগত পরীক্ষা পদ্ধতির ওপর কর্মশালা

এই কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ।
মেডিভয়েস রিপোর্ট: ২০২১ সালের নতুন করিকুলাম অনুযায়ী এমবিবিএস পেশাগত পরীক্ষার পদ্ধতি উপর প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রয়েছে। আজ শনিবার (৩ জুন) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) তৃতীয় দিনে বায়োকেমিস্ট্রির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদ। এতে সভাপত্বি করেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী।
এর আগে গত ২৭ মে এ্যানাটমি ও গত ১ জুন ফিজিওলজির উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজের ফ্যাকাল্টিগণ কর্মশালায় অংশ নেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত