০৩ জুন, ২০২৩ ০২:৪০ পিএম

দুই কন্যা সন্তান রেখে না ফেরার দেশে ডা. ইফতেখার

দুই কন্যা সন্তান রেখে না ফেরার দেশে ডা. ইফতেখার
ডা. ইফতেখারুল আলম লিংকন।

মেডিভয়েস রিপোর্ট: মস্তিষ্কের জটিলতায় না ফেরার দেশে চলে গেলেন ৩৩তম বিসিএসের ডা. ইফতেখারুল আলম লিংকন। শুক্রবার (২ জুন) সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দীর্ঘদিন মস্তিষ্কের জটিলতাজনিত রোগে ভুগছিলেন ডা. ইখতেখারুল ইসলাম। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি। কিছু দিন আগে তাঁর শারীরিক অবস্থায় অবনতি হলে একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. ইফতেখারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান এবং স্ত্রীকে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৩৮ বছর।

ডা. ইফতেখারের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে দেশের চিকিৎসক সমাজ। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক