ডা. আফছারুল আমীনের মৃত্যুতে বিএমএ’র শোক

মেডিভয়েস রিপোর্ট: সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
আজ শনিবার ( ৩ জুন) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এ শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, ‘ডা. মো. আফছারুল আমীন রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২ জুন) বিকেল ৪ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ডা. কামরুন্নেছা, দুই সন্তান ফয়সাল আমিন ও ডা. মাহিদ বিন আমিন, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’
তারা আরও বলেন, ‘ডা. মো. আফছারুল আমীন বিএমএ’র আজীবন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মো আফছারুল আমীন ছাত্রাবস্থা থেকেই জনগণের অধিকার আদায়ের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।
এএইচ
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০৭ সেপ্টেম্বর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০২ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ অগাস্ট, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২৩
-
১২ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩