০৩ জুন, ২০২৩ ১১:১৪ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই আগামী ৭, ৮ ও ১০ জুন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য), ট্রেনিং কো-অর্ডিনেটর, শিশু স্বাস্থ্য চিকিৎসক, শিশু মনোবিজ্ঞানী, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, সার্ভিলেন্স মেডিকেল অফিসার, কোয়ালিটি অফিসার ও রিজিওনাল কো-অর্ডিনেটর পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২ জুন) অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মাজহারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই আগামী ৭, ৮ ও ১০ জুন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এর আগে  শুক্রবার (২ জুন) সকালে ৮ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত