৩০ মে, ২০২৩ ০৮:০১ পিএম

থাইরয়েড রোগের ৭০ শতাংশই বংশগত

থাইরয়েড রোগের ৭০ শতাংশই বংশগত
জেনেটিক্স অব থাইরয়েড ডিজঅর্ডার শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বিশেষজ্ঞরা।

মেডিভয়েস রিপোর্ট: থাইরয়েড রোগের ৭০ শতাংশই বংশগত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার (৩০ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত জেনেটিক্স অব থাইরয়েড ডিজঅর্ডার শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তাঁরা।

চিকিৎসকরা বলছেন, থাইরয়েড শনাক্তকরণ ও চিকিৎসায় বিলম্ব হওয়ায় প্রতিবছর অসংখ্য শিশু বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে বেড়ে উঠছে, যা সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আর অধিকাংশ মা-বাবা দ্রুততম সময়ে রোগ শনাক্তে গুরুত্ব দেন না, ফলে চিকিৎসাও বিলম্বিত হয়।

অনুষ্ঠানে থাইরয়েড সোসাইটির সাইন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডা. নাসরিন সুলতানা বলেন, জন্মের দুই সপ্তাহের মধ্যে থাইরয়েড শনাক্ত করা গেলে জন্মগত ত্রুটি চিকিৎসা করে একটি শিশুকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। এজন্য সরকারিভাবে শিশু জন্মের পর স্ক্রিনিং বাধ্যতামূলক করা দরকার।

নাসরিন সুলতানা বলেন, বিশ্বের উন্নত সব দেশেই জন্মের পর শিশুর সব ধরনের ত্রুটি নির্ণয়ে স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো সেটি না হওয়া জন্মগত ত্রুটি শনাক্তে দেরি হয়ে যায়। যখন শনাক্ত হয়, তখন আর চিকিৎসা কারে খুব বেশি ফল পাওয়া যায় না। ফলে অনেক শিশু বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে বেড়ে ওঠে যা সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাটমিক অ্যানার্জি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ করিম, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মিজানুল হাসান, থাইরয়েড সোসাইটির ট্রেজেরার ফাতেমা বেগম, থাইরয়েড সোসাইটির জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. ফজলুল বারিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক