৩০ মে, ২০২৩ ০৭:২২ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১৪ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১৪ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত এক দিনে আরও ১১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন।

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ২৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮২৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮২৬টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক