সিএমইউর ফাইনাল প্রফের পরীক্ষা শুরু

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবএস ও বিডিএস ২০১৭-সেশনের ফাইনাল পেশাগত পরীক্ষা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। এমবিবিএস-বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নভেম্বর ২০২২ এর লিখিত পরীক্ষা ২৬ জুন শেষ হবে।
প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও ইনস্টিটিউট অব অ্যাপলাইড হেলথ সায়েন্সের কেন্দ্র পরিদর্শন করেন সিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। এ সময় তিনি বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হল পরিদর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে চমেকের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও সহকারি রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০২ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২২ জুন, ২০২৩
-
১২ জুন, ২০২৩
-
৩০ মে, ২০২৩