বেসরকারি মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ জুনের প্রথম সপ্তাহে

মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।
আজ সোমবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এ তথ্য জানান।
তিনি বলেন, জুন মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তি আবেদনগ্রহণ করা হবে সাতদিন। আবেদনগ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো এবার বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হত। তবে এবার সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কেবল ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০টি রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।
এএইচ
-
২৯ মার্চ, ২০২৩
-
০৯ মার্চ, ২০২৩
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৩ জুলাই, ২০২০
-
২০ জুলাই, ২০২০