আইবিডি দিবসে বিএসএমএমইউতে র্যালি ও সেমিনার

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বর্নাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র ভাইসচ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বাচ্চাদের মধ্যে আইবিডি রোগের ডায়াগনোসিস ও চিকিৎসা গবেষণার জন্য সবরকম সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টিকারী একটি রোগ ‘ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ’ বা ‘আইবিডি’। এ বছর আইবিডি দিবসের স্লোগান হচ্ছে—যেকোনো বয়সেই হতে পারে আইবিডি রোগ।
বিশ্বে প্রায় এক কোটি আইবিডি রোগী আছে। এই রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্য পেশাজীবীদের বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানানোর উদ্দেশ্যে প্রতিবছর ১৯ মে ‘বিশ্ব আইবিডি দিবস’ পালিত হয়।
এসএস