রেসিডেন্সি পরীক্ষার ফি ২০ ভাগ বাড়িয়ে নতুন নোটিস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস পরীক্ষার ফি সমন্বয় করা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত মতো দুই ফেজের ফি ২০ ভাগ বাড়িয়ে নোটিস প্রকাশ করেছে বিএসএমএমইউ।
আজ রোববার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে প্রকাশিত নোটিস থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, এমডি/এমএস ফেজ-‘এ’র পরীক্ষার ফি ১২ হাজার তিনশ’ টাকা এবং ফেজ-‘বি’র ফি ১৩ হাজার ৭৪০ টাকা। এ ছাড়া ফেজ-‘এ’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ফি ৬২ হাজার ৩০০ টাকা ও ফেজ-‘বি’র প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ফি ৬৩ হাজার ৭৪০ টাকা।
নোটিস অনুযায়ী, মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও প্যাডিয়াট্রিক্স অনুষদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ ও ১৭ জুলাই এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স’র পরীক্ষা ২২ ও ২৭ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই নোটিস সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কোর্স পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
পরীক্ষার ফি ২০ ভাগ বাড়িয়ে প্রকাশিত নতুন নোটিস সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন আজ রোববার (২৮ মে) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘সকল কিছুর ব্যয়ভার বেড়ে যাওয়ায় পরীক্ষা ফি ২০ ভাগ বাড়ানো হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের সক্ষমতার মধ্যেই এটা হয়েছে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর পরীক্ষার ফি শতভাগ বাড়িয়ে নোটিস প্রকাশ করে বিএসএমএমইউ। এতে জরিমানা ফি ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়।
এ ছাড়া কোর্স আউট শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানাসহ ফি যথাক্রমে ৭০ হাজার টাকা ও ৭২ হাজার টাকা করা হয়।
পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে এমডি-এমএস কোর্সে অধ্যয়নরতদের পরীক্ষার ফি শতভাগ বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফি বাড়বে ২০ শতাংশ। দ্রুতই এ সংক্রান্ত নোটিস পাবলিশ করা হবে বলেও জানান তিনি।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত নোটিস না আসায় শতভাগ ফি প্রদান করেই পরীক্ষায় অংশ নেন চিকিৎসকরা, যা এখনো ফেরত পাননি তারা। এরই মধ্যে প্রায় চার মাস পর পরীক্ষা ফি ২০ শতাংশ করে নোটিস প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
জানুয়ারি ২০২৩ এর পরীক্ষার বর্ধিত ফি ফেরত দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘এটা এই মুহূর্তে ফেরত দিতে গেলে বেশ জটিলতায় পড়তে হবে।’
এদিকে পরীক্ষার ফি কমানোর মতো শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে পেশাজীবী সংগঠনগুলো।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ মেডিভয়েসকে বলেন, ‘সময়োপযোগী সিদ্ধান্তের জন্য বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ স্যারকে প্রাণঢালা অভিনন্দন। নিত্যপণ্য থেকে শুরু করে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় এমন সিদ্ধন্তে চিকিৎসক সমাজ খুশি।’
তবে জানুয়ারি ২০২৩ এর বর্ধিত ফি ফেরত দেওয়ার পাশাপাশি উচ্চতর কোর্সে অধ্যয়নরত সকল চিকিৎসকের ভাতা পঞ্চাশ হাজার টাকা করার দাবি জানান তিনি।