২৭ মে, ২০২৩ ১০:৩৭ পিএম

চলে গেলেন কার্ডিওলজির অধ্যাপক ডা. ফখরুল ইসলাম

চলে গেলেন কার্ডিওলজির অধ্যাপক ডা. ফখরুল ইসলাম
অধ্যাপক ডা. ফখরুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

মেডিভয়েস রিপোর্ট: কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. ফখরুল ইসলাম মারা গেছেন। আজ শনিবার (২৭ মে) মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক ডা. ফখরুল ইসলামের ছাত্র ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মো. শামীম হায়দার তালুকদার আজ রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বন্ধু ডা. ইমতিয়াজ আহমেদ হিমেলের বরাত দিয়ে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে ডা. শামীম তালুকদার বলেন, ‘আমাদের শিক্ষক কারডিওলজির অধ্যাপক ফখরুল ইসলাম স্যার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’

মৃদুভাষী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক