২৭ মে, ২০২৩ ০৯:১০ পিএম

বাংলাদেশ এখন ওষুধে স্বয়ংসম্পূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন ওষুধে স্বয়ংসম্পূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ এখন ওষুধে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিজেদের চাহিদা মিটিয়েও এখন ১১৭টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ ।

আজ শনিবার (২৭ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ হেলথ ওয়াচ প্রকাশিত ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ : অ্যাডভান্সেস ইন হেলথ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক দক্ষিণ এশিয়ার জন্য অনন্য মডেল উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। যে কারণে আমাদের কমিউনিটি ক্লিনিকের কনসেপ্ট দক্ষিণ এশিয়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবার একটি অনন্য মডেল।

মন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ১৩ হাজারের মতো কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এগুলো প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। এসব ক্লিনিকে মানুষ চিকিৎসা পরামর্শ ছাড়াও বিনামূল্যে ওষুধ পাচ্ছে।

ড. মোমেন বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশ তার ৫০ মিলিয়ন মানুষকে একদিনে কোভিড-১৯ টিকা নিশ্চিত করা সম্ভব করেছে। এই উদাহরণ আর কোথাও নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, সুইডেন এবং বাংলাদেশ শুরু থেকেই খুব ভালো বন্ধু এবং স্বাস্থ্য খাতে উভয় দেশই যৌথভাবে মাইলফলক অর্জন করছে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের সিনিয়র সহযোগী ড. হেনরি পেরি বলেন, স্বাস্থ্য খাতে গত ৫০ বছরে বাংলাদেশ অনেক অর্জন করেছে। তিনি বক্তব্যে আয়ুষ্কালের উন্নতির কথা তুলে ধরেন; শিশু মৃত্যুহার হ্রাস; উর্বরতা হার হ্রাস; টিকাদানের কভারেজ সম্প্রসারণ; একটি শক্তিশালী সম্প্রদায়-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিকাশের কথা তুলে ধরেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক