২৭ মে, ২০২৩ ০৪:২৬ পিএম

প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন: চিফ হুইপ
তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বর্তমানে সব বয়সের মানুষই কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, আর এর চিকিৎসায় পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। 

শুক্রবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণে এখন জেলা পর্যায়ে সকল চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। উপজেলায় ১০০ বেড ও জেলায় ২৫০ বেড হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। সেখানে কিডনির চিকিৎসাও পাওয়া যাচ্ছে। পাশাপাশি জনগনকেও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এর প্রতিকারে ব্যবস্থা নিতে হবে। কিন্তু অসুখ যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলেই একটি সুস্থ জাতি হিসেবে আমরা বেঁচে থাকতে পারবো।

তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বর্তমানে সব বয়সের মানুষই কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, আর এর চিকিৎসায় পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগে থেকে রোগ সম্পর্কে জানা থাকলে সে সম্পর্কে সতর্কতা অবলম্বন করা যায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক