২৭ মে, ২০২৩ ১২:৩৬ পিএম

ধূমপায়ী কমাতে সৌদির অভিনব উদ্যোগ

ধূমপায়ী কমাতে সৌদির অভিনব উদ্যোগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু সৌদি আরবে বছরে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয় ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে।

মেডিভয়েস ডেস্ক: সৌদি আরবে ধূমপানের প্রকোপ কমাতে ‘বাদেল’ নামে একটি সংস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তামাকমুক্ত পণ্যের বিকাশ, উত্পাদন ও বিতরণের লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মে) সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এ ঘোষণা দেন।

এসব অভিনব পণ্য কম ক্ষতিকারক হবে ও সিগারেটের বিকল্প হিসেবে কাজ করবে। যা দেশটির জনস্বাস্থ্যের উন্নতি ও স্বাস্থ্যকর জীবনধারার বিস্তারে সহায়তা করবে। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানটি নাগরিক এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করবে।

ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু সৌদি আরবে বছরে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয় ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে।

পিআইএফ কর্তৃপক্ষ জানিয়েছে, যে তামাকমুক্ত পণ্যগুলো ২০২৩ সালের শেষ নাগাদ সৌদি আরবে পাওয়া যাবে। সেগুলো দীর্ঘমেয়াদে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, বাদেলের পণ্যগুলো দেশটিতে ২০৩২ সালের মধ্যে প্রায় ১০ লাখ মানুষকে ধূমপান থেকে দূরে রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। যা সৌদি আরবের সমস্ত ধূমপায়ীদের প্রায় ২৫ শতাংশ।

২০২৩ সালের মধ্যে জনগণকে তামাকমুক্ত বিকল্প পণ্য দেওয়া নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যসেবা ব্যয়ে সাশ্রয় হবে ১৫৯ কোটি ডলার। এসপিএ-এর প্রতিবেদনে বলা হয়েছে এটি ২০৩২ সালের মধ্যে স্বাস্থ্যসেবা ব্যয়ে ৬০০ কোটি ডলারের বেশি সাশ্রয় হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও