২৬ মে, ২০২৩ ০৩:২৮ পিএম

‘ইউরোপে ৫০ হাজারের বেশি চিকিৎসক-নার্স পাঠানোর সুযোগ তৈরি’

‘ইউরোপে ৫০ হাজারের বেশি চিকিৎসক-নার্স পাঠানোর সুযোগ তৈরি’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ৫ বছরের মধ্যে ইউরোপে ৫০ হাজারের বেশি চিকিৎসক-নার্স পাঠানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

সম্প্রতি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক: ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইকোনমি’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই (স্বাস্থ্য) খাতকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে নার্সিং ইনস্টিটিউটগুলোতে ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন আমাদের শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য যথাযোগ্যভাবে তৈরি হতে হবে। ইউরোপের দেশগুলোতে প্রায় ৫ লাখ দক্ষ স্বাস্থ্যকর্মী পাঠানোর সম্ভাবনা তৈরি হচ্ছে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশ বর্তমানে চামড়া, ফারমাসিউটিক্যালস পণ্য, স্পোর্টসওয়্যার, আইটি সম্পর্কিত পণ্য রপ্তানি করছে এবং বাজারে ভালো দাম পাচ্ছে। আমরা ইতোমধ্যেই ডাইভারসিফাইড কোমোডিটি ইকোনমিতে অবস্থান করছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক দেশের শুল্কমুক্ত রপ্তানির সুসম্পর্ক থাকার কারণে দেশটি এখন বিশ্বের দ্রুত উন্নয়নশীল অর্থনীতিগুলোর একটি। বাংলাদেশ আঞ্চলিক সংযোগ সহজতর ও বৃদ্ধিতে নেতৃত্ব দিতে চায়।

অনিয়মিত অভিবাসীদের সমস্যা সমাধানে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতা তৈরির দিকে জোর দেন। তিনি বলেন, বিশ্বে প্রায় ১ কোটি বাংলাদেশি অভিবাসী রয়েছে। ১০-২০ হাজার অবৈধ অভিবাসীর কারণে তাদের অবস্থানের সঙ্গে আপস করা যাবে না।

বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগের প্রভাব নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি তিনটি দিক দিয়ে প্রভাবিত হয়- কৃষি, রেমিট্যান্স এবং রপ্তানি পণ্য। বরাবরই বাংলাদেশের প্রবণতা হলো তার সামর্থ্যের চেয়ে বেশি করা। তাই আমরা স্বপ্ন দেখি রপ্তানি খাতকে ৬০ থেকে ১০০ বিলিয়ন ডলার মার্কেটে পরিণত করার। শুধু তাই নয়, মানুষ যদি সঠিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিবাসন করে, তাহলে আমাদের রেমিট্যান্সের পরিমাণ ২০-২২ বিলিয়ন ডলার থেকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত হতে সময় লাগবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউরোপ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক