২৫ মে, ২০২৩ ০৬:৩২ পিএম

বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না: বিএসএমএমইউ ভিসি

বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউর ভিসি বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদের যেকোনো মূল্যে রুখতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোনো অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ে দন্তরোগের চিকিৎসাসেবা ও শিক্ষার প্রসার এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বহির্বিভাগ ভবন-১ এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অংশের নতুন ভবনে (৭ থেকে ১১ তলা পর্যন্ত) বিভিন্ন বিভাগের সমন্বয়ে গড়া ডেন্টাল অনুষদের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে বেসিক কোর্সসমূহ চালু ছিল না। বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের স্বল্প পরিসরে ডেন্টাল অনুষদের সেবা ও শিক্ষা কার্যক্রম চলছিল। বর্তমান প্রশাসনের আমলে এই সমস্যার সমাধান করা হয়েছে। ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক সংকটও দূর করা হবে। দন্তরোগের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

এসময় তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বর্তমানে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না।

বিএসএমএমইউর ভিসি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তা প্রকারান্তে সরকারি বিরোধী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদেরই অংশ বলে গণ্য হবে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদের যেকোনো মূল্যে রুখতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক